অসমে নাগরিক পঞ্জী থেকে বাঙালিদের নাম রাজনৈতিক উদ্দেশ্যে বাদ দেওয়া হয়েছে। এটা রাজনৈতিক অভিসন্ধি ও ষড়যন্ত্র। বিজেপির এহেন কাজে উস্কানি পেয়েছে জঙ্গিরা। তারই ফল অসমের তিনসুকিয়ায় ৫ বাঙালিকে গুলি করে নৃশংস হত্যা। বাঙালি নিধন যজ্ঞ। শুক্রবার সাংবাদিকদের এমনই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
অসমে নাগরিক পঞ্জী থেকে বাঙালিদের নাম বাদ নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ সামিল হয়েছে তৃণমূল। মিছিল হয়েছে। খোদ অসমেও প্রতিবাদে সামিল হয়েছে তারা। তিনসুকিয়ায় যে কাণ্ড ঘটেছে তার জন্য অসমে নাগরিক পঞ্জী তৈরি করাকেই কাঠগড়ায় চাপিয়েছে তৃণমূল নেতৃত্ব।