Kolkata

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি, নিয়ে যাওয়া হল হাসপাতালে

প্রায় ২৭ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। তারপর গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

একটা সম্ভাবনা ছিলই। অবশেষে গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি। তিনি তদন্তে সহযোগিতা করছেননা বলে দাবি করেছে ইডি।

এদিন গ্রেফতারির পর প্রথমে মনে হয়েছিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে নিয়ে যাওয়া হবে পার্থবাবুকে। কিন্তু মাঝপথে গাড়ি ঘুরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।


পার্থ চট্টোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতার গ্রেফতারি অবশ্যই তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে। এদিকে গত শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা।

অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ওই টাকা কোথা থেকে এল তা জানতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি।


তবে কি অর্পিতা ও পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরার কথা ভাবছে ইডি? এমনও মনে করা হচ্ছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জড়িত সন্দেহে তাঁর নাকতলার বাড়িতে গত শুক্রবার সকালেই হাজির হয়েছিল ইডি।

এদিন ইডি পার্থবাবুকে গাড়িতে তোলার পর পার্থবাবু জানান তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তাঁর জানা নেই। এমনকি তাঁকে নেত্রীর সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত গত শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থবাবুর নাকতলার বাড়িতে পৌঁছন ইডি কর্তারা। তারপর থেকে শনিবার বেলা প্রায় ১০টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button