রাজ্যের কোণায় কোণায় ২১ জুলাইয়ের প্রস্তুতি চলছে। সেটা যেমন চলছে তেমনই চলবে। সেইসঙ্গেই এবার বিজেপির বিরুদ্ধেও রাজ্যের প্রতিটি ব্লক, প্রতিটি এলাকায় পথে নামবে তৃণমূল। বিজেপি ও তাদের মদতপুষ্ট কিছু সংগঠন রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই অবস্থার তাঁর দল হাত গুটিয়ে বসে থাকতে পারেনা। তাই শান্তির জন্য এবার তৃণমূল কর্মীরা পথে নামবেন। এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে একত্র করাই তাঁদের একমাত্র লক্ষ্য বলে দাবি করেন পার্থবাবু। পার্থবাবু এদিন যা বললেন তাতে কোথাও গিয়ে রাজ্যের কোণায় কোণায় বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন দার্জিলিং নিয়ে ফের মোর্চাকে বন্ধের রাজনীতি থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন পার্থবাবু। দার্জিলিংয়ে যা হচ্ছে তাতে বিদেশি শক্তির হাত রয়েছে বলেই জোর দিয়ে দাবি করেন তিনি। তাঁর দাবি, দার্জিলিংয়ে অশান্তি জিইয়ে রাখতে কেন্দ্রও মদত দিচ্ছে। সবমিলিয়ে সেখানকার মানুষ খাবার পাচ্ছেন না। চিড়িয়াখানার জন্তুগুলিও তাদের খাবার না পেয়ে সমস্যায়। সেক্ষেত্রে বন্ধের রাস্তা থেকে সরে আসার অনুরোধ করেছেন তৃণমূল মহাসচিব। পাশাপাশি সাফ জানিয়েছেন, প্রাণ দেব রক্ত দেব, তবু বাংলাকে ভাগ হতে দেব না।