প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্য সরকারি স্কুলে বাংলার পাশাপাশি ইংরাজি সেকশন চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এদিন হেয়ার স্কুলে একটি অনুষ্ঠানে এসে এমনই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাম আমলে সরকারি স্কুলে প্রাথমিকে ইংরাজি তুলে দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করে শিক্ষামন্ত্রী জানান, সরকারি স্কুলগুলিতে বাংলা যেমন আছে থাকবে। পাশাপাশি যারা ইংরাজিতে পড়তে ইচ্ছুক তাদের জন্য ইংরাজি সেকশন চালুর পরিকল্পনা রয়েছে তাঁর।
বিশেষজ্ঞদের মতে, এখন অনেক সরকারি প্রাথমিক স্কুলেই বাংলায় পঠনপাঠন থাকায় ইংরাজি মাধ্যমে ছেলেমেয়েকে পড়াতে উৎসাহী অভিভাবকরা এসব স্কুল এড়িয়ে চলছেন। ফলে ছাত্র সংখ্যা কমছে। ইংরাজি সেকশন চালু হলে সন্তানদের সরকারি স্কুলে পাঠানোর উৎসাহ বাড়বে। ফলে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা বাড়বে।