প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের একসময়ে সাড়া জাগানো নায়ক পার্থ মুখোপাধ্যায়। ধন্যি মেয়ের মত কালজয়ী সিনেমায় তাঁর অভিনয় সেই চরিত্রের নামটাও বাঙালির মনে গেঁথে দিয়েছিল। বগা নামটা শুনলেই এক ঝকঝকে লাজুক সুন্দর মুখের তরুণের ছবি ভেসে ওঠে। সেই পার্থ মুখোপাধ্যায়ের প্রয়াণে বড়দিনের সকালে শোকস্তব্ধ টলিপাড়া। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি ছিলেন পার্থ মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। গত ১৭ ডিসেম্বর বাড়িতে পড়ে গিয়ে অবস্থার অবনতি হয় তাঁর। তখন তাঁকে এসএসকেএম হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।
পার্থ মুখোপাধ্যায় যত না হিরোর চরিত্রে অভিনয় করেছেন, তার চেয়েও বেশি অভিনয় করেছেন প্রধান চরিত্রের ছেলে বা ভাইয়ের ভূমিকায়। ধন্যি মেয়ে ছাড়াও উত্তর কুমারের সঙ্গে তাঁর অবিস্মরণীয় কিছু সিনেমা অগ্নীশ্বর, বাঘবন্দি খেলা। দেখা গেছে আপনজন বা বালিকা বধূতেও। বাংলা সিনেমার পর্দা আলো করে থাকা এই শিল্পী চিরকাল বাঙালির মনে বেঁচে থাকবেন তাঁর অভিনয় দিয়ে।