এখানে এলে কেদারনাথ, বদ্রীনাথ ও অমরনাথ দর্শন একসঙ্গে হয়ে যায়
কেদারনাথ, বদ্রীনাথ বা অমরনাথ যাত্রা সহজ নয়। তবে এ দেশে এমনও এক গুহা মন্দির রয়েছে যেখানে এলে কেদারনাথ, বদ্রীনাথ ও অমরনাথ দর্শন একসঙ্গে হয়ে যায়।
পুরাণ মতে এ মন্দিরের ৪টি দরজা রয়েছে। একটি দরজা রণ দ্বার, যা যুদ্ধের দরজা। অন্যটি পাপ দ্বার, যা পাপের দরজা। আর একটি ধর্ম দ্বার, যা ধর্মের দরজা। আর শেষটি মোক্ষ দ্বার, যা মুক্তির দরজা।
কথিত আছে যখন রাবণের মৃত্যু হয়, তখন এই মন্দিরের পাপ দ্বার বন্ধ হয়ে যায়। আর কুরুক্ষেত্রের যুদ্ধের পর মন্দিরের রণ দ্বার বন্ধ হয়ে যায়।
উত্তরাখণ্ডের কুমায়ুনের পিথোরাগড়ে রয়েছে রহস্যে মোড়া এক গুহা মন্দির। যা পাতাল ভুবনেশ্বর গুহা নামে খ্যাত। অপরিসর দুর্গম পথ ধরে গুহার মধ্যে ১৮০ ধাপ নেমে তবে পৌঁছনো যায় একটি ঘরে।
সেখানে রয়েছে ৩৩ হাজার দেবদেবীর মূর্তি। এই ঘরেই রয়েছে ৪টি স্তম্ভও। যা ৪ যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ ও কলিযুগের প্রতিভূ।
এই ৪টি স্তম্ভের মধ্যে একটি সবচেয়ে বড়। সেটি হল কলিযুগের স্তম্ভ। এই গুহা মন্দিরের মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ। একেই পাতাল ভুবনেশ্বর বলা হয়।
কথিত আছে এই শিবলিঙ্গটি বেড়ে চলেছে। এমনও মনে করা হয় যে বাড়তে বাড়তে একদিন আসবে যখন গুহার মাথা স্পর্শ করে ফেলবে এই শিবলিঙ্গ।
যেদিন এই শিবলিঙ্গ গুহার মাথা স্পর্শ করে ফেলবে, সেদিনই পৃথিবীর শেষ দিন হবে বলে মনে করা হয়। স্থানীয়রা এটাও বিশ্বাস করেন যে এখানে এসে শিবলিঙ্গ দর্শন করলে কেদারনাথ, বদ্রীনাথ ও অমরনাথ দর্শন একসঙ্গে হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা