প্রকাশিত হল বিশ্বের সুখী দেশের ক্রমতালিকা, একটু উপরে উঠল ভারত
প্রতিবছরই প্রকাশিত হয় বিশ্বের সুখী দেশদের তালিকা। সেই তালিকায় ভারত এবার সামান্য হলেও উপরে উঠল। সুখীর তালিকায় প্রথম ১০-এ চমক দিল ২ দেশ।

প্রতিবছরই বিশ্বের সুখী দেশের ক্রমতালিকা প্রকাশিত হয়। দেশের জিডিপি থেকে স্বাস্থ্য, বাসিন্দাদের স্বাধীনতা থেকে সামাজিক সুরক্ষা এবং এমন বেশ কয়েকটি বিষয় পর্যালোচনা করে প্রতিবছর এই তালিকা প্রকাশিত হয়।
২০২৫-এ প্রকাশিত তালিকায় ফের ১ নম্বর স্থান দখল করেছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা ৮ বার প্রথম স্থান দখল করল তারা। এবারও সেই স্থানই ধরে রাখল। দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক, তারপর রয়েছে আইসল্যান্ড। চতুর্থ স্থানে সুইডেন।
পঞ্চম স্থান দখল করেছে নেদারল্যান্ডস। প্রসঙ্গত এই ৫টি দেশই এই তালিকায় সর্বদা প্রথম কয়েকটি স্থান নিজেদের দখলে রাখে। তবে এবার প্রথম ১০টি দেশের মধ্যে ঢুকেছে কোস্টারিকা এবং মেক্সিকো।
এই ২টি দেশের প্রথম ১০টি সুখী দেশের তালিকায় জায়গা করে নেওয়াটা অনেককেই চমকে দিয়েছে। কোস্টারিকা রয়েছে ষষ্ঠ স্থানে। আর দশম স্থান দখল করেছে মেক্সিকো।
সপ্তম স্থানে রয়েছে নরওয়ে। অষ্টম স্থানে ইজরায়েল। নবম স্থানে লুক্সেমবার্গ। অনেকটাই নিচে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা রয়েছে ২৪ তম স্থানে।
এবার আসা যাক ভারতের অবস্থানে। এবার ১৪৭টি দেশের তালিকা প্রকাশিত হয়েছে যেখানে ভারতের স্থান ১১৮ নম্বরে হয়েছে। সেটাও গতবারের তুলনায় ভাল ফল করে। কারণ এই তালিকায় গতবছর ভারত ছিল ১২৬ নম্বরে।
প্রসঙ্গত ভারতের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তান। তারা রয়েছে ১০৯ নম্বরে। নেপাল প্রথম ১০০-তে জায়গা পেয়েছে। তারা রয়েছে ৯২ নম্বরে।
প্রতিবেশিদের মধ্যে ভারতের নিচে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এরা রয়েছে ১৩৩ এবং ১৩৪ নম্বরে। বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসাবে তালিকার শেষ স্থান দখল করেছে আফগানিস্তান।