
প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে সবুজ গালিচায় তাঁর হ্যাটট্রিক দেখেছে গোটা বিশ্ব। তখন তিনি তরুণ। তাবলে ৭৫ বছরেও হ্যাটট্রিক! হ্যাঁ, নিজের ৭৫ বছর বয়সেও হ্যাটট্রিক করলেন কিংবদন্তি ফুটবলার পেলে। তবে সবুজ গালিচায় নয়, ছাদনাতলায়। তৃতীয়বারের জন্য বিয়ে করতে চলেছেন পেলে। ৬ বছরের প্রেম আগামী মঙ্গলবার বিবাহবন্ধনের রূপ নিতে চলেছে। বান্ধবী মার্সিয়ার বয়স এখন ৪২। নতুন করে সংসার জীবনে প্রবেশের আগে ২০১০ সাল থেকে তাঁদের প্রেম ও শেষমেশ বিবাহের সিদ্ধান্তের কথা গোপন করেননি পেলে। পেলে প্রথম বিয়ে করেন রোজমেরি কোলবিকে। তাঁদের তিন সন্তান হয়। এরপর দ্বিতীয় বিয়ে। এবার পাত্রী আসিরিয়া লেমো। আসিরিয়া-পেলের যমজ সন্তান। এবার তৃতীয় বিয়ে।