Sports

ফের হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার পেলে

ফের হাসপাতালে ভর্তি করা হল পেলেকে। মারণ রোগের চিকিৎসা করতে এবার হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। তাঁর হাসপাতালে ভর্তির খবরে উদ্বেগ ফুটবল মহলে।

কিংবদন্তি ফুটবলার পেলেকে এখন মাঝেমধ্যেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। তাঁর শরীরটা ভাল যাচ্ছেনা। যা নিয়ে উদ্বেগে শুধু তাঁর পরিবারই নেই, রয়েছেন আপামর ফুটবলপ্রেমী মানুষজন। যাঁরা ছড়িয়ে আছেন কেবল ব্রাজিলে নয়, বিশ্বের বিভিন্ন কোণায়।

৮১ বছর বয়স্ক এই ফুটবল তারকার গত বছরের সেপ্টেম্বরে কোলন থেকে একটি টিউমার কেটে বাদ দেওয়া হয়। তারপর তাঁর ক্যানসার ধরা পড়ে। শুরু হয় কেমোথেরাপি।


ক্যানসারের মত মারণ রোগে আক্রান্ত পেলেকে নিয়ে চিন্তায় ফুটবল বিশ্ব। এবার ফের সেই ক্যানসারের চিকিৎসার জন্যই ব্রাজিলের সাও পাওলো-র একটি হাসপাতালে ভর্তি করা হল তাঁকে।

হাসপাতালের তরফে তাঁর শারীরিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। তিনি ভাল আছেন বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।


যতটা স্থিতিশীল অবস্থায় তিনি রয়েছেন তাতে তাঁকে আগামী কয়েক দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে বলেও আভাস দিয়েছেন চিকিৎসকেরা।

মূলত কেমোথেরাপি করতেই পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাতে তিনি চিকিৎসকদের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকতে পারেন।

পেলের ফুটবল জীবন খুব ছোট নয়। ২১ বছরের সেই ফুটবল জীবনে অনেক নজির তিনি সৃষ্টি করেছেন। ১ হাজার ৩৬৩টি পেশাদার ম্যাচ খেলে পেলে গোল করেছেন ১ হাজার ২৮১টি।

জীবনে নিজের দেশ ব্রাজিলের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন পেলে। গোল করেছেন ৭৭টি। এ নজির বিশ্ব ফুটবলে এক মাইলস্টোন তৈরি করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button