
আনুষ্ঠানিকভাবে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন ৩৭ বছরের কংগ্রেস নেতা পেমা খান্ডু। এদিন তাঁকে শপথবাক্য পাঠ করান অরুণাচলের রাজ্যপাল তথাগত রায়। অবশেষে মেনে নিলেও অরুণাচলের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নিজেদের লড়াই শনিবার পর্যন্তও বজায় রাখেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাম টুকি ও কালিখো পুল। গতবছর অরুণাচলের মসনদ দখলে নবাম টুকি সরকারের থেকে সমর্থন তুলে নেন কালিখো পুল পন্থী বিধায়কেরা। ফলে অরুণাচলে অচলাবস্থা তৈরি হয়। জারি হয় রাষ্ট্রপতি শাসন। নভেম্বরের পরেও রাজ্যপালের নির্দেশে রাষ্ট্রপতি শাসন জারি রাখা হয়। রাজ্যপালের এই পদক্ষেপ অসাংবিধানিক বলে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নবাম টুকি সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্যপালের নির্দেশকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সেখানে ফের নবাম টুকি সরকারে পুনর্বহালের নির্দেশ দেয়। ঠিক হয় যেহেতু রাজ্যে কালিখো পুলপন্থী বিধায়কেরা নবাম টুকিকে মুখ্যমন্ত্রী চাইছেন না তাই আস্থা ভোট হোক। বিজেপির আশা ছিল কালিখোপন্থীরা নবামের বিরুদ্ধে ভোট দিলে বিজেপির ক্ষমতা দখলের একটা সুযোগ তৈরি হবে। কিন্তু যাঁকে নিয়ে সমস্যা সেই নবামকেই সরিয়ে সেখানে পেমা খান্ডুকে মুখ্যমন্ত্রী করার কথা জানায় কংগ্রেস। এতে কালিখোপন্থীদের আপত্তি ছিলনা। ফলে সুনিশ্চিত হয়ে যায় অরুণাচলের কংগ্রেস সরকার। আর আস্থাভোটেরও দরকার পড়েনি। অবশেষে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তরুণ কংগ্রেস নেতা পেমা খান্ডু।