জীবনে ১ বারও এর দেখা পাওয়া মুশকিল, দেখা দিল সেই প্রাণি
তিনি দেখা দিলেন। অনেকে তো বিশ্বাসই করতে পারলেননা তাঁরা যা দেখছেন তা সত্যি কিনা। কিন্তু ধবধবে সাদা রং নিয়ে তার দেখা মিলল সবুজ গালিচায়।
সবুজে ঘেরা চারধার। একধার দিয়ে জল বয়ে গেছে। দূরদূরান্ত পর্যন্ত চারণ ভূমি। সেখানে অন্য চেনা প্রাণি নিজের মনে ঘুরছে। সেখানেই আচমকা যার দেখা মিলল তার দেখা মেলা সহজ কথা নয়। দেখা মেলে ভাগ্যে থাকলে। অনেকেই ওই অঞ্চলের বাসিন্দা হয়েও নাকি জীবনে ১ বারও তার দেখা পাননি। এতটাই বিরল তার দেখা মেলা।
সেই প্রাণি এবার দেখা দিল। স্বভাবতই চোখে পড়তে তা ক্যামেরাবন্দি করতে সময় নেননি যাঁদের চোখে পড়েছে। এ প্রাণি আদপে হরিণেরই একটি প্রজাতি।
তবে এ হরিণ সহজে দেখা যায়না। একে বলা হয় অ্যালবিনো ডিয়ার। সাদা ধবধবে গায়ের রং। এমনকি এদের চোখের পাতা পর্যন্ত সাদা হয়।
ধবধবে সাদা রংয়ের এই হরিণ কদিচ কখনও দেখা যায়। বিশ্বের অতিবিরল প্রাণিদের তালিকায় রয়েছে এই অ্যালবিনো ডিয়ার। সে ঘুরে বেড়াচ্ছিল জলের ধারে। তখনই তার দেখা মেলে।
আমেরিকার পেনসিলভানিয়া কাউন্টির একটি চারণভূমির কাছে এর দেখা মিলেছে। ফলে তাকে ঘিরে উৎসাহও চরমে ওঠে। অনেকটা দূর থেকে তোলা সেই ছবি এখন ইন্টারনেটের হাত ধরে অনেকেই দেখে ফেলেছেন।
স্থানীয় প্রশাসন জানাচ্ছে এর আগে এ অঞ্চলে কখনও যে এ প্রাণিকে দেখা যায়নি এমনটা নয়। তবে তা যে হাতেগোনা তা পরিস্কার। এবার সেই তালিকায় ফের একবার দর্শন দেওয়ার খতিয়ান লিপিবদ্ধ হল।