৩ লক্ষ ৩২ হাজার টাকা চিবিয়ে খেল কুকুর
বাড়ির পোষা কুকুর যে এভাবে নোট চিবিয়ে খেয়ে নেবে এটা কল্পনা করতে পারেননি এক দম্পতি। বাড়ি মেরামতির খরচ বাবদ রাখা নোট আধঘণ্টায় পেটে চলে গেল পোষ্যের।
তাঁদের বাড়ি মেরামতির কাজ চলছিল। যাঁরা কাজ করছিলেন তাঁরা জানিয়েছিলেন পারিশ্রমিক কাগজি নোটে দিতে হবে বাড়ির মালিককে। শ্রমিকদের কাজ হয়ে গেলে তাঁদের হাতে সেই টাকা তুলে দিতে নোট ভর্তি একটি খাম গৃহিণী রান্নাঘরের ধাপিতে রেখেছিলেন। খামটা রেখে তিনি রান্নাঘর থেকে সেই সময় বেরিয়ে যান।
আধ ঘণ্টার মত বাইরে ছিলেন। তারপর রান্নাঘরে ফিরে এসে দেখেন সে খাম আর নেই। এটাও বুঝতে পারেন সে খামের কি হয়েছে! তাঁর পোষ্য কুকুরটিই যে ওই ৪ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৩ লক্ষ ৩২ হাজার টাকার মতন, পেটে পুড়ে দিয়েছে তা বুঝতে তাঁর সময় লাগেনি। তখনও সে শেষ কয়েকটা নোট চিবোচ্ছিল।
কুকুরের মুখ থেকে জোর করে সেই টাকা বার করে দম্পতি দেখেন সিংহভাগ টাকাই তাঁদের ৭ বছরের গোল্ডেন ডুডল কুকুরটির পেটে চলে গেছে। বেশ কিছুক্ষণ পর কুকুরটি একাধিকবার বমি করে।
বমির সঙ্গে উঠে আসে চিবোনো কিছু নোট। দম্পতি সেই দুর্গন্ধে ভরা বমিই ঘাঁটতে শুরু করেন। সেখান থেকে যতগুলি নোট বমির সঙ্গে উঠে এসেছে সেগুলি উদ্ধার করে ধুয়ে সাফ করেন।
কিন্তু সে নোট গ্রহণযোগ্য কিনা তা নিয়ে তাঁদের সন্দেহ ছিল। এরপর কুকুরটি মলত্যাগ করলে সেখান থেকেও কিছু নোট উদ্ধার হয়। মল পরিস্কার করে তার থেকে নোটগুলি উদ্ধার করেন মার্কিন মুলুকের পিটসবার্গ-এর বাসিন্দা দম্পতি।
৪ হাজার ডলার এভাবে উদ্ধার না হলেও তাঁরা হিসাব করে দেখেন কুকুরের মুখ থেকে টেনে বার করা, বমি ও মল থেকে উদ্ধার টাকা মিলিয়ে সাড়ে ৩ হাজার ডলার তাঁরা উদ্ধার করতে পেরেছেন। যার অধিকাংশই চালানোর যোগ্য নয়।
তবে তাঁরা ব্যাঙ্কে সেগুলি নিয়ে গিয়ে পরিবর্তনের কথা ভেবেছেন। কুকুরের এই ডলার চিবিয়ে খাওয়ার ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।