৮৩ ফুট উঁচু থেকে ডিম ছুঁড়ল ছাত্ররা, অবাক কাণ্ড ঘটাল নিচে পড়া ডিম
৮৩ ফুট উঁচু থেকে একটা ডিম যদি ফেলা হয় তাহলে কি হতে পারে অনুমেয়। কয়েকজন ছাত্র সেটাই করল। ডিম এসে পড়ল নিচে। তারপর যা হল।
রীতেশ এন নামে এক ভারতীয় ২০২৩ সালের ডিসেম্বরে একটা ডিম ছুঁড়েছিলেন। ৫৪ ফুট উচ্চতা থেকে ডিমটা ছুঁড়েছিলেন তিনি। তাঁর ক্ষেত্রে ডিমের যা হয়েছিল, এবার সেই রেকর্ড ভেঙে দেওয়া কয়েকজন ছাত্রের ছোঁড়া ডিমের ক্ষেত্রেও সেটাই হল।
রেকর্ড ভাঙল কারণ এই ছাত্ররা ডিম ছুঁড়ল ৮৩ ফুট উচ্চতা থেকে। পেনসিলভানিয়ার এই ছাত্ররা ৮৩ ফুট উঁচু থেকে ডিম ছোঁড়ার পর তা নিচে এসে পড়ে। কিন্তু ভাঙেনি। যা হয়েছিল রীতেশ এন-এর ক্ষেত্রেও।
তবে এই ছাত্ররা আরও উঁচু থেকে ডিম ছুঁড়ে মাটিতে ফেলল। ডিম না ভেঙেই। সেখানেই তারা বিশ্বরেকর্ড গড়ে ফেলল। এই ছাত্ররা উঁচু থেকে ডিম ফেলার যে দল হয় তারই সদস্য।
বড় চ্যালেঞ্জ হল ডিম উঁচু থেকে ছোঁড়া হবে, কিন্তু তা নিচে এসে ভাঙবে না। ৮৩ ফুট উচ্চতা থেকে ডিমটি এসে নিচে পড়ার পর দেখা যায় তার যে সাদা কঠিন উপরিভাগ তা ভাঙা দূরের কথা, তাতে একটা চিড়ও ধরেনি, ফাটলও ধরেনি।
ভারতের রীতেশ এন-এর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার পর ট্রেডিফ্রিন ইস্টটাউন স্কুলের ছাত্ররা জানিয়েছে, তারা আশা করছে ডিমের মতই তাদের রেকর্ডও দীর্ঘদিন অক্ষুণ্ণ থাকবে।
সত্যিই ৮৩ ফুট উচ্চতা থেকেই ডিম ছোঁড়া হয়েছে এবং তা নিচে পড়ার পর ভাঙেনি, এটা নিশ্চিত হওয়ার জন্য পরিদর্শকরা হাজির ছিলেন।