বিয়ের বয়স কত হতে পারে, এই নবদম্পতির বয়স জানলে কেউ বিশ্বাস করবেনা
সবে বিয়ে করেছেন তাঁরা। কিন্তু তাঁদের বয়স কত। সেটাই আলোচনার কেন্দ্রে। কারণ বলে না দিলে এঁদের বয়স আন্দাজ করা কার্যত অসম্ভব।
বিয়েটা যুবা বয়সের এক অধ্যায় হিসাবেই ধরা হয়। জীবনে চলার পথে যে ধাপ অতিক্রম করতে থাকেন মানুষ, তারই একটি ধাপ বিয়ে, আদি জীবন শিক্ষায় গার্হস্থ জীবনের দ্বিতীয় অধ্যায় হিসাবে পরিচিত।
তাই যুবা বয়সে বিয়েটাই স্বাভাবিক এবং সেটাই সর্বাধিক হয়ে থাকে। কিন্তু তার মানে এই নয় যে মধ্যবয়সে বা তার চেয়েও একটু বেশি বয়সে কেউ বিয়ে করেননা। সে উদাহরণও অনেক রয়েছে।
কিন্তু এবার যে বিয়ে পৃথিবী দেখল তা সব ধারনাকে ছাপিয়ে গেছে। আন্দাজ করাই কার্যত অসম্ভব যে পাত্রপাত্রীর বয়স কত। এঁদের কিন্তু প্রেমপর্ব সমাপ্ত করেই বিয়ে।
এই প্রেমপর্ব শুরুই হয়েছিল বৃদ্ধাবাসে। ২ জন একই বৃদ্ধাবাসে আবাসিক হিসাবে আসেন। তারপর সেখানেই তাঁদের পরিচয়। সম্পর্ক ক্রমে গভীর প্রেমে ডুব দেয়।
অবশেষে তাঁরা স্থির করেন বিয়ের। বিয়েটা করেও ফেলেন। বিয়ের সময় পাত্রের বয়স ১০০ বছর। আর পাত্রী তাঁর চেয়ে একটু বড়। তাঁর বয়স ১০২ বছর। এই বয়সে বিয়ে! অনেকে চমকে গেলেও এটাই কিন্তু বাস্তবে হয়েছে।
ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাবাসে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। যা কার্যত একটি আশ্চর্য খবর হয়ে বিশ্বের নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই নবদম্পতি একটি রেকর্ডও গড়েছেন। তাঁরাই এযাবতকাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতির শিরোপা অর্জন করেছেন।