সাড়ে ৮ কোটি টাকার ড্রয়িং কিনতে খরচ হল ১ হাজার টাকা, এবার বিক্রির পালা
কমপক্ষে সাড়ে ৮ কোটি টাকা দামের একটি ড্রয়িং এক মহিলা মাত্র ১ হাজার টাকা খরচ করে কিনে ফেললেন। এবার তিনি ভাবছেন মোটা অঙ্কে সেটি বিক্রি করবেন।

তিনি স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন এক পুরনো জিনিস সংগ্রহকারীর দোকানে। সেখানে নানাধরনের ড্রয়িং ও পেন্টিং ছিল। সেগুলির মধ্যেই একটি পুরনো ফ্রেমে বাঁধানো ড্রয়িংয়ের দিকে নজর যায় মহিলার। এক মহিলার ড্রয়িং। ড্রয়িংয়ে মহিলার শরীরে কোনও পোশাক নেই। শরীরী ভাষা ভিন্ন। বোঝাই যাচ্ছে চিত্রকরকে পোজ দিয়েছিলেন ওই মহিলা।
দোকানে ওই ছবিটি দেখে ভাল লেগে যায় সেটি। মহিলার ড্রয়িংটি এতটাই পছন্দ হয় যে তিনি তাঁর স্বামীকে সেটি কেনার জন্য জোর করেন। অগত্যা স্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে ওই ব্যক্তি সেটি কেনেন মাত্র ১২ ডলার খরচ করে। ভারতীয় মুদ্রায় ১ হাজার ২৬ টাকার মতন।
বাড়ি আনার পর ড্রয়িংটি খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে ছবিটির নিচে একটি সই দেখতে পান ওই মহিলা। পরে ভাল করে পরীক্ষার পর তিনি নিশ্চিত হন ড্রয়িংটি ফ্রান্সের বিখ্যাত চিত্রকর পিয়ের অগাস্টে রেনঁয়ে-র আঁকা।
মহিলার আরও ধারনা ছবিতে যে পোশাকহীন মহিলাকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, স্বয়ং শিল্পীর স্ত্রী। তিনিই হয়তো শিল্পী স্বামীর ইচ্ছাপূরণে পোজ দিয়েছিলেন।
পেনসিলভানিয়ার বাসিন্দা ওই মহিলা আরও নিশ্চিত হতে ছবিটি একটি সংস্থার কাছে পাঠিয়েছেন। যে সংস্থা এটি পরীক্ষা করে জানাবে এটির আদ্যোপান্ত ইতিহাস।
তারপরই ওই মহিলা স্থির করেছেন সেটি বিক্রির পথে হাঁটবেন। বিক্রির সময় ১ মিলিয়ন ডলার তো বটেই, এমনকি আরও বড় অঙ্ক আশা করছেন ছবিটির বর্তমান মালিক ওই মহিলা।