হন্যে হয়ে দান করা জ্যাকেট খুঁজছেন বৃদ্ধা, পেলেই হাতে আসবে ২১ কোটি টাকা
তাঁর একটি জ্যাকেট তিনি দান করেছিলেন। যাঁদের প্রয়োজন তাঁদের জন্য দান করা মহৎ কাজ। কিন্তু দান করে এবার সেই জ্যাকেট ফিরে পেতে রাতদিন এক করে ফেলছেন এক বৃদ্ধা।

তাঁর একটি জ্যাকেট তিনি দান করেছিলেন। মহৎ উদ্দেশ্যেই দান। তিনি এমন দান করে থাকেন। অবশ্যই তা প্রশংসিতও হয়। তবে কোনও দান করা বস্তু কেউ ফিরে পেতে চান কি? এক্ষেত্রে বৃদ্ধা কিন্তু সেটাই করছেন।
২ সপ্তাহ আগে যে জ্যাকেটটি তিনি দান করেছিলেন, সেটাই এবার ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। যে সংস্থাকে তিনি দান করেছিলেন তাঁর জ্যাকেট সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন।
তাদের অনুরোধ করেছেন যে, যে ভাবে হোক তাঁর ওই জ্যাকেট ফেরত চাই। কারণ সেই জ্যাকেটের পকেটে যে কাগজের টুকরোটি রয়েছে সেটা তাঁর চাই।
ওই বৃদ্ধা অনেকদিন আগে একটি লটারির টিকিট কেটেছিলেন। সেই টিকিট হালে আড়াই মিলিয়ন ডলার জিতেছে। ভারতীয় মুদ্রায় ২১ কোটি ৩৮ লক্ষ টাকার কিছু বেশি।
বোঝাই যাচ্ছে জীবন বদলে দেওয়া অর্থ প্রাপ্তির সুযোগ। শুধু সেটা আটকে আছে ওই টিকিটটার জন্য। সেটি পকেটে থাকা অবস্থায় তিনি জ্যাকেটটি দান করেছিলেন। ফলে টিকিটটি জ্যাকেটের সঙ্গেই চলে গেছে।
লটারি সংস্থা জানিয়ে দিয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই বৃদ্ধাকে এসে তাঁর প্রাপ্য অর্থের দাবি করতে হবে। সঙ্গে আনতেই হবে ওই টিকিটটি। ওটি ছাড়া তিনি কোনও অর্থই পাবেন না।
এদিকে সমস্যা আরও জটিল হয়েছে। কারণ যে সংস্থায় বৃদ্ধা জ্যাকেটটি দান করেছিলেন, তারা জানিয়েছে ওই দান করা জ্যাকেটের সঙ্গে আরও অনেকের অনেক দান আমেরিকার সীমানা পার করে বিদেশে পাড়ি দিয়েছে।
ফলে সে জ্যাকেট এখন কোথায় কি অবস্থায় রয়েছে তার হদিশ পাওয়া মুশকিল। তবে আশা ছাড়ছেন না পেনসিলভানিয়ার বাসিন্দা ওই বৃদ্ধা। জ্যাকেটের পকেটে টিকিট রেখে সেটি দান করার জন্য আফসোসের শেষ নেই তাঁর।