৩ তলা বাড়ি। একটিই পরিবারের বাস সেখানে। ওই বাড়িটিতেই রয়েছে ডে কেয়ার সেন্টার। যেখানে শিশুদের রেখে বাব-মা কাজে যেতে পারেন। স্থানীয় সময় রবিবার ভোরে এই বাড়িটিতেই আচমকা আগুন লেগে যায়। তখন বাড়িতে শিশু সহ ৮ জন ছিলেন। আগুনে ঝলসে মৃত্যু হয় ৫ শিশুর। এদের মধ্যে ২ জন করে ভাই-বোন রয়েছে। মৃত শিশুদের বয়স ৮ মাস থেকে ৭ বছরের মধ্যে। মায়েরা সকলেই কাজ করেন নাইট শিফটে।
ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভানিয়ার লেক শহর ইরিতে। এখানেই বাড়িটিতে আগুন লাগার পর স্থানীয়রাই বাড়িতে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়। কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ খুঁজতে দক্ষ অনুসন্ধানকারীদের এই কাজে নিয়োগ করা হয়েছে।
ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুদের পরিবার এসে হাজির হয় সেখানে। আমেরিকা সহ বিভিন্ন দেশেই এখন বাবা, মা ও সন্তানকে নিয়ে পরিবার। বাবা-মা অফিস করতে ব্যস্ত থাকেন। ফলে তাঁদের সন্তানদের দেখভালের জন্য ক্রমশ ডে কেয়ার সেন্টারের কদর বাড়ছে। আমেরিকার এই ঘটনা বলেই নয়, ডে কেয়ার সেন্টারে তাঁদের সন্তান কেমন আছে তা নিয়ে সব অভিভাবকই কর্মস্থলে চিন্তায় থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা