সাজানো সেলফ। সেসব সেলফে ভর্তি নানা খাবার। কোথাও রয়েছে আনাজ, কোথাও মাংস, কোথাও ফল, কোথাও বেকারি। এক মহিলা সেই সেলফের ধার ধরে হাঁটতে হাঁতে কাশছিলেন। যেটা নজর কাড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার হ্যানোভার শহরের একটি সুপারমার্কেটের কর্মীদের। তাঁরা তাঁদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানান। তিনি জানান ওই মহিলা অনেকটা ইচ্ছা করেই কেশেছেন বলে দাবি করেন সুপার মার্কেটের কর্মীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি করোনার জেরে যথেষ্ট উদ্বেগজনক। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা রুখতে লকডাউন চলছে। মানুষ খাবারের অপ্রতুলতার ভয়ে সিঁটিয়ে আছেন। এমন এক অবস্থায় দাঁড়িয়ে ওই মহিলা সুপারমার্কেটের যেসব সেলফের সামনে কাশেন সেসব সেলফ থেকে খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। যার মূল্য ৩৫ হাজার ডলার বলে জানিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। ভারতীয় মুদ্রায় অঙ্কটা ২৬ লক্ষ ৩৮ হাজার ৫৬২ টাকা।
টাকার অঙ্কে কতটা ক্ষতি হল তার চেয়েও এখন বড় কথা এতটা খাবার এই পরিস্থিতিতে ফেলে দিতে বাধ্য হওয়া। কিন্তু করোনার কথা মাথায় রেখে ঝুঁকিও নিতে পারেনি সুপারমার্কেটের কর্তৃপক্ষ। তারা খাবার ফেলে দিয়েছে। যখন আমেরিকা জুড়ে খাবারের চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিতে এভাবে কাশায় পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা