ইনকা সভ্যতার আঁতুড়ঘর বিপদের সামনে দাঁড়িয়ে। পেরুর উত্তরাঞ্চলে একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সাড়ে ৪ হাজার বছর পুরনো ভেন্তারন মন্দিরের প্রত্নতাত্ত্বিক স্তম্ভটির সাথে আরও বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনও ধ্বংস হয়েছে আগুনের গ্রাসে। ঐতিহাসিক প্রাচীর ও মাটির জিনিসপত্রও নাম লিখিয়েছে ধ্বংসের খাতায়। পেরুর যাদুঘরের তরফে জানানো হয়েছে পুরনো প্রজন্মের এক ব্যতিক্রমী স্তম্ভ হারাল পেরু।
মাত্র এক দশক আগে পেরুর যাদুঘরের এক কর্তাই এই প্রাচীন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি আবিষ্কার করেন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আসে। প্রত্নতাত্ত্বিক এলাকার কাছেই আখ চাষের জমি জ্বালিয়ে ইতিমধ্যেই কাঠগড়ায় পোমালকা নামের এক কৃষি সংস্থা।