খেলার মাঝেই মাঠে প্রস্রাব করে লাল কার্ড দেখলেন ফুটবলার
খেলা চলছিল। সেইসময় একটি দলের খেলোয়াড় মাঠের ধারে প্রস্রাব করতে যান। যার জেরে তাঁকে লাল কার্ড দেখতে হল। আরও কি ঝুলছে তাঁর মাথায়?
খেলা তখন ৭১ মিনিটে পৌঁছেছে। একটি দলের গোলমুখী শট আটকান বিপক্ষ দলের গোলকিপার। গোল বেঁচে যায়, কিন্তু গোলকিপার আঘাত পান। মাঠে তাঁর শুশ্রূষার প্রয়োজন পড়ে। রেফারিও সেইসময় গোলকিপারের সামনেই দাঁড়িয়েছিলেন। সেখানেই ২ পক্ষের খেলোয়াড়দের ভিড়।
এদিকে গোলকিপারের হাতে লেগে বল বাইরে যাওয়ায় কর্নার পায় বিপক্ষ দল। কর্নার নিতে যান সেবাস্তিয়ান মুনোজ নামে ফুটবলার। কর্নার নেবেন। কিন্তু আগে গোলকিপারকে উঠে দাঁড়াতে হবে। তাই মাঝে কিছুটা সময় হাতে রয়েছে।
সেই ফাঁকে তিনি মাঠের ধারে গিয়ে প্রস্রাব করতে শুরু করেন। এটা আবার নজরে পড়ে তাঁর বিপক্ষ দলের খেলোয়াড়দের। তাঁরা দ্রুত বিষয়টি ফেরারিকে জানান। রেফারি এবার গোলকিপারের চিকিৎসায় নজর দেওয়া ছেড়ে বিষয়টি দেখেন।
রেফারি মুনোজকে প্রস্রাব করতে দেখেই এবার দ্রুত পায়ে হেঁটে যান কর্নারের দিকে। তারপর সোজা লাল কার্ড দেখিয়ে দেন মুনোজকে। মুনোজ অনেক চেষ্টা করেন বোঝানোর। কিন্তু রেফারি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
ফুটবল মাঠের এই বিরলতম ঘটনা ঘটেছে পেরুতে। কোপা পেরুর ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো আওয়াজুন এবং ক্যানটোরসিলো এফসি। মুনোজ আওয়াজুনের এক নির্ভরযোগ্য ফুটবলার। যাঁকে মাঠে এভাবে প্রস্রাব করার জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
পেরু ফুটবলে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত আলোড়ন পড়ে গেছে। শুধু লাল কার্ড নয়, আরও বড় কোনও শাস্তি অপেক্ষা করছে মুনোজের জন্য বলেই মনে করছেন পেরুর ফুটবল জগতের মানুষজন।