
বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা উঠতেই পাকিস্তান ছাড়লেন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। শুক্রবার ভোরে করাচি বিমানবন্দর থেকে এমিরেটসের বিমানে দুবাই পাড়ি দেন তিনি। বিমানবন্দর কর্মীদের দাবি, একদম শেষ মুহুর্তে বিমানে ওঠেন মুশারফ। তারপরই বিমানের দরজা বন্ধ হয়ে যায়।বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন তিনি। ২০১৩ তে ভোটে লড়তে দেশে ফেরেন মুশারফ। তারপরই তাঁর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে হত্যার ষড়যন্ত্র সহ একাধিক মামলা চলছে। একটা বড় সময় গৃহবন্দি হিসাবেও কাটাতে হয় এই দোর্দণ্ডপ্রতাপ প্রাক্তন প্রেসিডেন্টকে। যদিও তাঁর আইনজীবী জানিয়েছেন দেশ ছেড়ে পালানোর জন্য নয়, চিকিৎসার প্রয়োজনে বিদেশে পাড়ি দিয়েছেন মুশারফ। তাঁর মেরুদণ্ডের সমস্যা রয়েছে। কিন্তু পাকিস্তানে এ ধরণের চিকিৎসার সুবিধা নেই। তাই বাধ্য হয়েই তাঁকে বাইরে যেতে হয়েছে। মুশারফের সুস্থ হতে দেড় থেকে দু মাস লাগবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক।