
পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফকে ‘ফেরার’ ঘোষণা করল পাকিস্তানের একটি আদালত। বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় এদিন মুশারফকে ফেরার ঘোষণা করে আদালত। সেইসঙ্গে পাকিস্তান সরকারকে সংবাদপত্রগুলিতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের সামনে ও মুশারফের বাড়ির গেটের দেওয়ালেও এ বিষয়ে পোস্টার লাগিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। মুশারফকে ৩০ দিন সময় দিয়েছেন তিনি। এই সময়কালের মধ্যে তাঁকে আদালতের সামনে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহিতার মামলায় পারভেজ মুশারফের বিচার চলছে পাক আদালতে। এদিকে চিকিৎসার জন্য বেশ কিছুদিন আগে দেশ ছেড়ে দুবাই পাড়ি দেন ৭২ বছরের এই সেনাশাসক। যদিও চিকিৎসা শেষ করেই তিনি দেশে ফিরে আসবেন বলে তখন আশ্বাস দিয়েছিলেন তাঁর আইনজীবী।