গত বুধবারই পাকিস্তান দাবি করেছে তাদের মাটিতে নাকি মাসুদ আজহারের তৈরি সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের কোনও অস্তিত্বই নেই! কিন্তু সেই পাকিস্তানেরই প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ তাঁর দেশের একটি সংবাদমাধ্যমের এক সাংবাদিককে ফোনে দেওয়া ইন্টারভিউতে স্বীকার করে নিলেন যে জইশ একটি সন্ত্রাসবাদী সংগঠন। তাঁর সময়ে যাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভারতকে টার্গেট করতে ব্যবহার করেছিল। মুশারফের এই বিস্ফোরক স্বীকারোক্তি ফের একবার প্রমাণ করল পাকিস্তানের মাটিতে কবে থেকে শিকড় গেঁথে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে জইশ-ই-মহম্মদ।
পারভেজ মুশারফ এও বলেন, জইশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে তিনি স্বাগত জানাচ্ছেন। ২০০৩ সালে তাঁকেও জইশ হত্যা করার চেষ্টা করেছিল বলে দাবি করেন মুশারফ। এতকিছুর পরও তিনি নিজে কেন সব জেনেও জইশের বিরুদ্ধে তখন ব্যবস্থা গ্রহণ করলেন না? এই প্রশ্নের উত্তরে ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের মসনদে বসে থাকা পারভেজ মুশারফ দাবি করেন, সেই সময় ব্যবস্থা নেওয়া মুশকিল ছিল। পাকিস্তান ও ভারত ২ দেশই একে অপরকে চোরাগোপ্তা আক্রমণ করছিল। একে অপরের ভূখণ্ডে বোমা ছুঁড়ছিল। তাঁর দেশের গুপ্তচর সংস্থা এই নিয়ে ব্যস্ত ছিল।
পারভেজের দাবি, এসব কারণে জইশের বিরুদ্ধে তখন বিশেষ কোনও ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। প্রসঙ্গত পুলওয়ামা হামলার দায় স্বীকার করা জইশ-ই-মহম্মদ-এর ৪৪ জন সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পাক প্রশাসন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)