রাস্তাঘাটে, পার্কে, অনুষ্ঠানে – যত্রতত্র আজকাল স্মার্টফোন বা ক্যামেরায় সেলফি তোলায় মত্ত আবালবৃদ্ধবনিতা। শুধু মানুষই নিজস্বী তুলবে, আর অরণ্যজগতের প্রাণিরা বাদ যাবে এমনটা বোধহয় মানতে পারেনি ইন্দোনেশিয়ার এক ঝুঁটিওয়ালা ম্যাকাকা নিগ্রা প্রজাতির বানর। তাই ক্যামেরাম্যানের তাক করা ক্যামেরার শাটার টিপে টুক করে নিজের মুখের একটা সেলফি তুলে নেয় সে। ২০১১ সালে তোলা সেই ছবিতে একগাল হাসিমুখে নারুতোকে দেখতেও লাগছে বেশ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ হতেই তা ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে সমস্যা তৈরি হয় অন্য জায়গায়। যার ক্যামেরায় নিজস্বীটি ওঠে সেই ব্রিটিশ ভদ্রলোক তো আর লোমশ কালো রঙের নারুতোর ছবিটি তোলেননি। অতএব বিরল সেই নিজস্বীর মালিকানা নিয়ে ঝামেলা গড়ায় প্রাণি আদালত পর্যন্ত। আর শেষ হাসি আবার হাসে ৬ বছরের নারুতোই। সপ্রতিভ বানরের বুদ্ধিমত্তার কারণে ২০১৭ সালে তাকে ‘পার্সন অফ দ্যা ইয়ার’ হিসেবে ঘোষণা করে পিপল ফর দ্যা এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস বা পেটা। নারুতো যে একটি বস্তু সর্বস্ব নাম নয়, সেও যে আমাদের মতই প্রাণিজগতের একজন সদস্য তা জনসমক্ষে তুলে ধরতেই তাকে এই সম্মান দেওয়া হল বলে জানিয়েছে পেটা।