
ফের বাড়ল তেলের দাম। পেট্রোল ও ডিজেল, দুই ধরণের জ্বালানি তেলের দামই বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৩ টাকা ৭ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ১ টাকা ৯০ পয়সা। বুধবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে তেল সংস্থাগুলি। দাম বাড়ার পর কলকাতায় পেট্রোলের নতুন দাম হতে চলেছে ৬৩ টাকা ৭৬ পয়সা। মাসে দুবার করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম, ডলারের সাপেক্ষে টাকার মূল্য সহ অন্যান্য বিষয় নিয়ে পর্যালোচনায় বসে তেল সংস্থাগুলি। তারপর সেগুলির ভিত্তিতেই নতুন দাম ধার্য হয়।