আন্তর্জাতিক বাজারে লাগাতার অপরিশোধিত তেলের দাম কমলেও উৎপাদন শুল্ক কমানোর নাম নিচ্ছিল না কেন্দ্র। তা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় বইছিল। সেই চাপের মুখেই গত মঙ্গলবার উৎপাদন শুল্ক লিটার প্রতি ২ টাকা করে কমায় কেন্দ্র। যার ফলে এদিন দাম কমেছে পেট্রোল ও ডিজেলের। পেট্রোলের দাম লিটারে আড়াই টাকা কমেছে। অন্যদিকে ডিজেল লিটারে ২ টাকা ২৫ পয়সা কমেছে।
অপরিশোধিত তেলকে শোধন করে তা থেকে পেট্রোল বা ডিজেল আলাদা করে বার করতে যে প্রক্রিয়াগত খরচ পড়ে, সেই খাতেই উৎপাদন শুল্ক নেওয়া হয়। যা গত মঙ্গলবার কমিয়েছে কেন্দ্র।