Business

ভোটের মুখে সাশ্রয়ী ঘোষণা, দাম কমল পেট্রোল, ডিজেলের

দাম কমল পেট্রোল, ডিজেলের। অবশ্যই তা সকলের জন্য সুখবর। ভোটের মুখে এই সাশ্রয়ী সিদ্ধান্তে খুশি দেশের সকলেই। কারণ এর পরোক্ষ প্রভাবও সাধারণ মানুষের জন্য ভাল।

পেট্রোল বা ডিজেলের দাম কমলে সাধারণ মানুষে সরাসরি কোনও সুবিধা হয় কি? তাঁদের পকেটের খরচ কমে কি? উত্তরটা না। কারণ যাঁরা গাড়ি বা বাইক চড়েন না, যাঁদের নিজস্ব কোনও যান নেই, তাঁদের তো আর পেট্রোল, ডিজেল কিনতে হয়না। তাই সে প্রশ্ন উঠছে না।

কিন্তু তার পরেও পেট্রোল বা ডিজেলের দাম কমলে সাধারণ মানুষ খুশি হন। কারণ এর পরোক্ষ প্রভাবে তাঁদের পকেট কিছুটা হলেও স্বস্তির আশা করে।


ভোটের মুখে শুক্রবার থেকে দাম কমল পেট্রোল ও ডিজেলের। কেন্দ্রের তরফে এই দাম কমানো হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এক্স হ্যান্ডলে এই দাম কমানোর কথা ঘোষণা করেন।

মন্ত্রী এও লেখেন যে, এই দাম কমানোর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার প্রমাণ করলেন যে কোটি কোটি ভারতীয় পরিবারের কল্যাণ ও সুবিধা বৃদ্ধি তাঁর লক্ষ্য। কেন্দ্র পেট্রোল ও ডিজেলের দাম ২ টাকা করে কমিয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।


পেট্রোল বা ডিজেলের দাম কমলে পরিবহণের খরচ কমবে। এতে পণ্যপরিবহনের খরচও কমবে। যা আদপে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারে।

কারণ পরিবহণ খরচ কমলে আনাজপাতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার খরচ কমে। পরিবহণ খরচ বাবদ যে দাম বৃদ্ধি হচ্ছে তা কমলে সাধারণ মানুষের পকেটও বাঁচবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button