
ফের বাড়ল পেট্রোলের দাম। শেষ দু’মাসে তৃতীয়বার। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে পেট্রোলের লিটার প্রতি দাম ৩৬ পয়সা বাড়ানো হয়েছে। এদিকে পেট্রোলের দাম বাড়লেও কমেছে ডিজেলের দাম। লিটারে ৭ পয়সা করে কমানো হয়েছে দাম। দাম নির্ধারক তেল সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের কথা মাথায় রেখেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। এর আগে ১৬ সেপ্টেম্বরও বেড়েছিল পেট্রোলের দাম। লিটার প্রতি ৫৮ পয়সা বাড়ানো হয়েছিল দাম।