এই নিয়ে শেষ দুমাসে ৫ বার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। পেট্রোলের দাম লিটার প্রতি ১ টাকা ৩৪ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ২টাকা ৩৭ পয়সা বেড়েছে। তেল সংস্থাগুলি জানিয়েছে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার জেরেই দাম বাড়াতে বাধ্য হয়েছে তারা।
শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। পেট্রোলের দাম লিটার প্রতি ১৪ পয়সা ও ডিজেলের দাম লিটারে ১০ পয়সা করে বেড়েছিল গত ৫ অক্টোবর। যদিও সেই দাম বৃদ্ধির কারণ ছিল ডিলারদের কমিশন বৃদ্ধি। এদিনের দাম বৃদ্ধির কারণ হিসাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে বিশ্ব বাজারে তেলের দামের সঙ্গে সঙ্গে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার অবমূল্যায়নকেও দায়ী করা হয়েছে। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।