ইন্দোনেশিয়ায় গত শুক্রবারই ভূমিকম্প অনুভূত হয়েছে। তারপরই ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপে শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৭.২। খাতায় কলমে তীব্র ভূমিকম্পের তালিকায় পড়ে এই মাত্রা। ১৫ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। আতঙ্কে সকলে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। গাড়ির হর্ন বাজতে থাকে। কম্পনের কেন্দ্রস্থল ছিল সমুদ্রের ৫৪ কিলোমিটার তলায়। টেকটনিক প্লেটের নড়াচড়াই এই কম্পনের কারণ বলে জানানো হয়েছে।
তীব্র ভূমিকম্পের জেরে সমুদ্রের জলে স্ফীতি লক্ষ্য করা যায়। ফলে জারি হয় সুনামি সতর্কতা। একে ভূমিকম্প। তার ওপর সুনামি সতর্কতায় স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়ায়। পরে অবশ্য সুনামি সতর্কতা তুলেও নেওয়া হয়। জানানো হয় সমুদ্রের জলে কিছুটা স্ফীতি লক্ষ্য করা গেলেও তা ভয়ংকর চেহারা নেয়নি। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। তবে কম্পনের পর ১০টি আফটার শক অনুভূত হয়েছে। তবে সেগুলির মাত্রা ছিল কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা