World

৬৮টি প্রাণ কেড়ে রণচণ্ডী ‘উসমান’

সাইক্লোন ‘উসমান’-এর তাণ্ডবে তছনছ ফিলিপিন্সের একটা বড় অংশ। ইতিমধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে। ম্যানিলার বাইকল অঞ্চলে সবচেয়ে ভয়ানক বিপর্যয় ডেকে এনেছে উসমান। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি। আর অঝোর বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় শুরু হয় ধস। যার জেরে বহু মানুষের মৃত্যু হয়। এখনও অনেকে নিখোঁজ। কোন ধ্বংসস্তূপের মধ্যে তাঁরা পড়ে আছেন তা বোঝা দায়। এমনও মনে করা হচ্ছে যে প্রবল বৃষ্টির জেরে সৃষ্টি হওয়া হড়কা বানে ভেসে গিয়ে থাকতে পারেন অনেকে। ইতিমধ্যেই এই প্রবল বৃষ্টি ও ধসের কোপে পড়ে গৃহহীন প্রায় ৪০ হাজার মানুষ।

বিপর্যয় আরও ভয়ংকর চেহারা নিয়েছে কারণ অভিযোগ এমন এক প্রাণঘাতী সাইক্লোন যে ধেয়ে আসছে তার কোনও আগাম সতর্কতা ছিলনা। ফলে বর্ষশেষে মানুষজন উৎসবের মেজাজে ছিলেন। তাঁরা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তাঁদের জন্য কি ভয়ংকর পরিস্থিতি অপেক্ষা করে আছে। ঝড়-বৃষ্টিতে বহু সম্পত্তিরও ক্ষতি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে সেনা ও পুলিশ। বহু বাড়ি ধসের তলায় চাপা পড়ে গেছে। দেশের একটা বড় অংশ বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে। অনেক গুরুত্বপূর্ণ সড়কের ওপর দিয়ে হুহু করে বইছে বন্যার জলস্রোত।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button