ফের জেগে উঠেছে তাল, বাড়িঘর ছাড়ছেন মানুষজন
১৮টি গ্রামের ৭ হাজার মানুষকে সরিয়ে নিয়ে গেল স্থানীয় প্রশাসন। আরও মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাল জেগে ওঠায় দ্রুত সরানো হচ্ছে মানুষজনকে।
২০২০ সালে একবার জেগে উঠেছিল তাল। তারপর ২০২১ সালটা ঘুমিয়ে কাটিয়েছে সে। ২০২০ সালে ঘরদোর ছেড়ে পালানো মানুষ ফিরে আসেন নিজের নিজের জায়গায়।
ফের বসতি জেগে ওঠে আপন ছন্দে। এবার ফের সেই বসতি ছেড়ে সরে যেতে হচ্ছে মানুষজনকে। প্রশাসনই তৎপর হয়ে মানুষজনকে গ্রাম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে।
ইতিমধ্যেই ১৮টি গ্রামের ৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তালের গতিবিধির ওপর কঠোর নজর রাখা হচ্ছে।
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণে বাতানগাস প্রদেশে অবস্থিত একটি আগ্নেয়গিরি থেকে গ্যাস ও ধোঁয়া বেরিয়ে আসছে। বৃহস্পতিবার এই দৃশ্যের ভিডিও পোস্ট হয়েছে ফিলিপিন্স ইন্সটিটিউট অব ভলক্যানোলজি অ্যান্ড সিসমোলজির ফেসবুক পেজে।
গত ২৬ মার্চ তাল নামে এই আগ্নেয়গিরি জেগে ওঠার পরে ওই আগ্নেয়গিরি থেকে গ্যাস ও ধোঁয়া নির্গত হতে শুরু করে।
প্রসঙ্গত তাল ফিলিপিন্সের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। তাল মাঝেমাঝেই জেগে ওঠে। এবার জেগে ওঠার আগে কোনও ভূকম্পন হয়নি ঠিকই, তবে আশপাশের এলাকায় হাল্কা কম্পন অনুভূত হচ্ছিল।
২০২০ সালের জানুয়ারি মাসে এর আগে জেগে উঠেছিল এই আগ্নেয়গিরি। বহু বাড়ি, রাস্তা, খামার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। ৩ লক্ষ ৮০ হাজার গ্রামবাসী সেসময় বাস্তুচ্যুত হন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা