ডিম নয়, আপনিও ঢুকে যেতে পারেন মুরগির পেটে
মুরগির পেটে ডিম থাকে। মুরগি সেই ডিম পাড়ে। কিন্তু শুধুই ডিম নয়, এবার আপনিও ঢুকে যেতে পারেন মুরগির পেটে। তাও স্বেচ্ছায়।
মুরগির পেটের মধ্যে ডিম থাকে। স্বাস্থ্যকর সে খাবারই কি কেবল মুরগির পেটে থাকতে পারে! আপনি থাকতে পারেননা! দিব্যি থাকতে পারেন। মুরগির পেটে থাকতে পারেন। রাত কাটাতে পারেন।
পেটের মধ্যে গরম লাগলে এসি চালিয়ে নিতে পারেন। মুরগির পেটে বসেই বেশ তৃপ্তি করে মুরগির ঠ্যাং চিবোতে পারেন। কিংবা মুরগির অন্যান্য পদ আপনার রসনা তৃপ্তি করতেই পারে।
তবে মুরগির পেটে ঢুকে পড়তে একটু যেতে হবে। দূরেই যেতে হবে। যেতে হবে ফিলিপিন্সে। কারণ মুরগিটা সেখানেই রয়েছে।
ফিলিপিন্সের নেগরোজ অক্সিডেন্টালে একটি ১১৪ ফুট ৭ ইঞ্চি লম্বা মুরগি এখন কেবল পর্যটক বলে নয়, স্থানীয়দেরও দ্রষ্টব্য হয়ে উঠেছে। মানুষ ভিড় জমাচ্ছেন সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা মুরগিটাকে দেখার জন্য।
যা আদপে একটি হোটেল। নাম ক্যাম্পুয়েসটোহান হাইল্যান্ড রিসর্ট। এই হোটেলটি হুবহু একটি মুরগির মত দেখতে। হোটেলে ১৫টি এসি ঘর রয়েছে।
কেন মুরগির মত দেখতে এই হোটেল? হোটেলের কর্মকর্তাদের দাবি, স্থানীয় সংস্কৃতিকে মাথায় রেখেই এমন এক মুরগির চেহারার হোটেল তৈরি করেছেন তাঁরা। সেই সঙ্গে এমন এক হোটেলে একবার থাকার ইচ্ছা সকলেরই করবে।
ফলে একটা চমক আদপে হোটেলটির ব্যবসার পালে জোয়ার আনার জন্য যথেষ্ট। হোটেলটির চারপাশও পর্যটকদের কথা মাথায় রেখে সুন্দর করে সাজানো।
রয়েছে সুইমিং পুল, ওয়ার স্পোর্টস, কটেজ, সহ নানা সুযোগ সুবিধা। আর রয়েছে চারপাশ জুড়ে অপার প্রকৃতির অঢেল সৌন্দর্য।