শুয়োরদের জলকাদায় লুটোপুটি খাওয়ার পিছনে লুকিয়ে আছে অন্য কারণ
দেখা যায় শুয়োররা পাঁক, কাদার মধ্যে থাকতে পছন্দ করে। সেখানেই ঘুরে বেড়ায়। কিন্তু কেন? এর পিছনে রয়েছে এক বিশেষ কারণ।
শুয়োরদের যতই শুকনো জায়গায় রাখা হোক না কেন, তারা জলা বা কাদা আছে এমন জায়গা খুঁজে নেয়। অনেক সময় পাঁকের মধ্যেও ঘুরে বেড়াতে দেখা যায় তাদের।
ফলে প্রাণিটি অত্যন্ত নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের বাসিন্দা বলে মনে করেন অনেকে। কিন্তু এটা ছাড়া শুয়োরদের গতিও নেই। শারীরিক কারণেই তাদের এভাবে জল, কাদামাখা জায়গায় কিছুটা সময় ঘুরে বেড়াতে হয়।
শুয়োর হল এমন এক প্রাণি যাদের শরীরে কোনও ঘর্মগ্রন্থি নেই। মানুষ গরম লাগলে ঘামতে থাকে। কিন্তু শুয়োরদের ঘর্মগ্রন্থি না থাকায় যতই গরম লাগুক, শরীরের উত্তাপ বেড়ে যাক, তাদের ঘাম হয়না।
আর ঘাম না হলে শরীর অতিরিক্ত গরম শরীর থেকে বারও করে দিতে পারেনা। তাই শরীরের সেই অতিরিক্ত উত্তাপ শরীর থেকে বার করে দেওয়ার জন্য শুয়োররা কাদামাটির জায়গায় ঘোরে। তাতে লুটোপুটি খায়।
এতে তাদের শরীরের অতিরিক্ত উত্তাপ শরীর থেকে বেরিয়ে যায়। শরীর ঠান্ডা থাকে। এভাবেই তাদের নিজেদের শরীরে বেড়ে ওঠা গরমকে বার করে দিতে হয়।
কাদাজলের ঠান্ডা ভাব শরীরের ওই উত্তাপকে প্রশমিত করে। ফলে না ঘেমেও তারা শরীরটাকে জুড়িয়ে নিতে পারে। ফলে শুয়োরদের যে কাদাজলে বা পাঁকে ঘুরতে দেখা যায় তা তাদের নোংরার মধ্যে থাকার প্রবণতার কারণে নয়, শরীর ঠান্ডা রাখার জন্য।