মাত্র ৫৮ বছর বয়সে চলে গেলেন কবি পিনাকী ঠাকুর। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত ছিলেন। গত ২১ ডিসেম্বর তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু উন্নত চিকিৎসার প্রয়োজনে নিয়ে আসা হয় এসএসকেএম-এ। বৃহস্পতিবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর লেখা ‘চুম্বনের ক্ষত’ কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার পান পিনাকী ঠাকুর। হুগলির বাঁশবেড়িয়ার বাসিন্দা পিনাকী ঠাকুরের একের পর এক লেখা কিন্তু কবিতা অনুরাগীদের মনে দাগ কেটেছিল। বৈপরীত্যের সমাপতন দেখা গেছে তাঁর কবিতায়। সময়ের সঙ্গে পা মিলিয়েই লিখে গেছেন নিজের আনন্দে। হয়তো বাংলা কবিতাকে আরও কিছু দেওয়া বাকি ছিল। কিন্তু তার আগেই চলে গেলেন। বড় ক্ষতি হল বাংলা সাহিত্যের।