সোমালিয়া উপকূলের কাছে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ হাইজ্যাক করল সোমালি জলদস্যুরা। জাহাজটিতে ১১ জন কর্মী রয়েছেন। তাঁদের নিয়েই জলদস্যুরা জাহাজটিকে পুন্টল্যান্ডের ইল নামক একটি জায়গায় নিয়ে গেছে। সোমবার একথা স্বীকার করে নিয়েছে সোমালিয়ার সরকারি অ্যান্টি পাইরেসি দফতর। সোমালিয়ার জলদস্যুদের কথা বিশ্ববাসীর কাছে নতুন নয়। গল্পের বইয়ের পাতার বাইরে বাস্তব জগতে যদি সত্যিই এমন দুর্ধর্ষ দাপুটে জলদস্যু থেকে থাকে তবে তা রয়েছে সোমালিয়াতেই। সোমালি জলদস্যুদের ঠেকাতে হিমসিম খায় সোমালিয়া সরকারও। কিছুদিন আগে একটি তেলবাহী জাহাজ হাইজ্যাক করার পর পুন্টল্যান্ডে সোমালিয়ার উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে গুলির লড়াই বাধে জলদস্যুদের। তাতে পিছু হঠে জাহাজটিকে শেষ পর্যন্ত মুক্তি দেয় তারা। তবে কী ভারতীয় জাহাজটিকেও জলদস্যুদের হাত থেকে এভাবে ছাড়ানো সম্ভব হবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।