ঘামের জায়গায় এ প্রাণির গা দিয়ে দুধ বার হয়
মানুষের মতই বহু প্রাণির ঘাম হয়। ঘাম একটা সাধারণ শরীরবৃত্তীয় ঘটনা। কিন্তু একটি প্রাণি রয়েছে যাদের গা দিয়ে ঘাম নয়, দুধ বার হয়।
গরম লাগলে মানুষ ঘামে। ঘাম হয় অনেক প্রাণির। শরীরকে ঠান্ডা করতে ঘাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শরীরবৃত্তীয় কাজ। কিন্তু পৃথিবীতে তো ব্যতিক্রমের অভাব নেই। একটি প্রাণি এমনও রয়েছে যাদের গা দিয়ে ঘামের জায়গায় দুধ নিঃসৃত হয়।
ঘামের জায়গায় দুধ! অবাক করা শুনতে লাগলেও এটাই সত্যি। স্তন্যপায়ী প্রাণিদের শরীর থেকে দুধ বার হয়। স্ত্রী প্রাণিদের স্তন্যগ্রন্থি দিয়ে দুধ নিঃসৃত হয় তার সন্তানের খাদ্য হিসাবে।
কিন্তু এমনও একটি প্রাণি রয়েছে যারা স্তন্যপায়ী। কিন্তু তাদের কোনও স্তন্যগ্রন্থি থাকেনা। ফলে তাদের নির্দিষ্ট স্তন থাকেনা। তাহলে তাদের সন্তানদের একমাত্র খাদ্য মায়ের দুধ আসে কোথা থেকে? সেটা তারা গা দিয়ে বার করে।
প্ল্যাটিপাস বা যাকে বাংলায় হংসচঞ্চু বলা হয়, এরা স্তন্যপায়ী প্রজাতির কিন্তু তাদের দেহে কোনও স্তনবৃন্ত থাকেনা। ফলে তাদের শাবকদের জন্য প্ল্যাটিপাসের গা থেকে ঘামের মত করে দুধ বার হতে থাকে।
তবে এটা মনে করার কারণ নেই যে সর্বদাই এদের গা দিয়ে ঘামের মত দুধ বার হয়। শিশুর খাদ্যের প্রয়োজনেই দুধ বার হয়। যেমন মানবশিশুর ক্ষেত্রেও মাতৃদুগ্ধ সর্বদা নিঃসৃত হয়না।
প্ল্যাটিপাস এমন প্রাণি যারা জলে সাবলীল। এদের আরও এক বিশেষত্ব হল এদের এমন ২টি প্রজাতি আছে যারা স্তন্যপায়ী প্রাণিদের মত সরাসরি সন্তান প্রসব করেনা, বরং ডিম পাড়ে।