World

এসকেপ গেম খেলার সময় আগুন, ঝলসে মৃত ৫ কিশোরী

এক বন্ধুর জন্মদিন ছিল। সেই উপলক্ষে তার বাড়িতে হাজির হয়েছিল সকলে। কিশোরীদের সকলেরই বয়স ১৫ বছরের মধ্যে। সকলে আনন্দে মেতে উঠেছিল। নিজেদের মধ্যে ঠিক হয় তারা এসকেপ গেম খেলবে। প্রসঙ্গত ইউরোপ জুড়েই এখন এসকেপ গেমের রমরমা। সেই খেলা চলাকালীন আচমকাই বাড়িতে আগুন লেগে যায়। বন্ধ ঘরেই ঝলসে মৃত্যু হয় ৫ কিশোরীর। আহত হন এক ২৫ বছরের যুবকও। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের কোজালিন শহরে।

আগুন লাগার খবর পেয়েই সেখানে হাজির হয় দমকল। নেভানো হয় আগুন। তারপর বন্ধ ঘরগুলো থেকে এক এক করে বার করে আনা হয় ৫ কিশোরীর ঝলসানো দেহ। কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে তদন্তকারীরা বন্ধ ঘরগুলি পরীক্ষা করে সূত্র খোঁজার চেষ্টা করছেন।


এই এসকেপ গেম আসলে কী? কেমন এই খেলা? এসকেপ গেম খেলার নিয়ম হল প্রতিটি প্রতিযোগীকে একটি করে ঘরে বন্ধ করে দেওয়া হবে। তারা সেই ঘরে বন্ধ অবস্থায় থাকবে। সেখানে তাদের একটি ধাঁধার সিরিজ সমাধান করতে হবে। যতক্ষণ না সেই সিরিজের সমাধান তারা করতে পারছে, ততক্ষণ তারা ঘর থেকে ছাড়া পাবেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button