মেরু ভাল্লুকদের ধবধবে সাদা দেখলেও তারা আসলে কালো
বরফের মাঝে মেরু ভাল্লুকদের ছবি তো অনেকেই দেখেছেন। ছোটরাও জানে এই সাদা লোমশ ভাল্লুকরা ফর্সা হয়। আসলে কিন্তু তারা মোটেও ফর্সা হয়না।
মেরু ভাল্লুক বা পোলার বেয়ারদের তো চেনেন সিংহভাগ মানুষ। চোখের দেখা বরং প্রায় কেউই দেখেননি। কিন্তু ছবিতে দেখেছেন। আর তার থেকে চিনেও ফেলেন বরফ রাজ্যের ভাল্লুকদের চেহারা কেমন হয়। আর পাঁচটা ভাল্লুকের মতই হলেও মেরু ভাল্লুকরা ধবধবে সাদা হয়।
সাদা বরফের মাঝে সাদা ভাল্লুকরা দিব্যি ঘুরে বেড়ায় খাবারের খোঁজে। কিন্তু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন আদপে কিন্তু মেরু ভাল্লুকরা সাদা হয়না। তাদের রং হয় কালো।
আপাত দৃষ্টিতে তাদের সাদা লাগে তাদের সাদা রংয়ের লোমের জন্য। এই সাদা ভাল্লুকদের গায়ের চামড়া কিন্তু কালো হয়। সাদা লোম সরালেই কালো চামড়া স্পষ্ট নজরে পড়ে।
আর পাঁচটা কালো ভাল্লুকের মতই এদের চামড়াও কালো। বরং সাদা লোমের তলায় যে চামড়া রয়েছে তা কালো হওয়ায় ওই প্রবল ঠান্ডার মধ্যেও মেরু ভাল্লুকরা নিজেদের শরীরকে গরম রাখার জন্য সূর্যকিরণ শুষে নিতে পারে।
তাদের কালো চামড়া ওই উত্তাপ শুষে নিয়ে তা ধরে রাখে শরীরকে গরম রাখতে। এছাড়া সূর্যের যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এসে তাদের গায়ে পড়ে তা থেকেও রক্ষা করে তাদের ওই কালো চামড়া।
যদিও আপাত দৃষ্টিতে তাদের লোমশ শরীরের মাঝে অনেক নজর করেও কালো চামড়াটা দেখা যায়না। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, মেরু ভাল্লুকের লোমের ওপর সূর্যের আলো পড়লে তা এমনভাবে প্রতিফলিত হয় যে তাদের ধবধবে সাদা লাগে।