কেন রাজনীতিতে পা দেন তিনি, রহস্য উন্মোচন করলেন পুনম
একদম অন্য জগত ছিল তাঁর। সেই বলিউড তারকা থেকে রাজনীতির ময়দানে পা রাখেন অভিনেত্রী। অবশেষে জানা গেল কি ছিল সেই পদার্পণের কারণ।
ওয়েব সিরিজ দিল বেকরার-এর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন তাঁর ভক্তরা। কারণ, রাজনীতির অঙ্গনে বেশ কিছুদিন কাটানোর পর নিজের চেনা অভিনয়ের জগতেই আবার ফিরতে চলেছেন তিনি।
এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু কেন অভিনয় ছেড়ে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি? তা এবার পরিস্কার করলেন পুনম।
১৯৭৭ সালে মাত্র ১৫ বছর বয়সে মিস ইয়ং ইন্ডিয়া হন পুনম ধিলোঁ। নুরি, রেড রোজ, দর্দ, রোমান্স, একের পর এক ছবিতে অভিনয়ের সুবাদে পুনমের খ্যাতি ছড়িয়ে পড়ে। তিনি হয়ে ওঠেন বলিউডের প্রথমসারি নায়িকা।
২০০৪ সালে পুনম অভিনয়ের জগতের বেড়া ডিঙিয়ে পা দেন রাজনীতির ময়দানে। বিজেপিতে যোগ দেন তিনি। সমাজের জন্য কিছু করতে চাওয়ার তাগিদ থেকেই তিনি রাজনীতিতে পা দেন বলে জানিয়েছেন পুনম ধিলোঁ।
২০১৯ সাল পর্যন্ত বিজেপির মুম্বই শাখার সহসভাপতি পদে আসীন ছিলেন পুনম। বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গেও নিজেকে জড়িয়ে রেখেছিলেন তিনি।
পুনম জানিয়েছেন তিনি যখন যে কাজটাই করেন, সেটা খুব মন দিয়ে করেন। রাজনীতিতে থাকার সময় তিনি কখনও অভিনয়ের অভাব অনুভব করেননি।
রাজনীতিতে থাকতে গেলে তাঁকে অনেক বেশি সময় দিতে হবে। এছাড়া তিনি নিজে খুবই আবেগপ্রবণ একজন মানুষ। তাই রাজনীতি করাটা আর তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছেন পুনম।
দিল বেকরার ওয়েব সিরিজটি অনুজা চৌহান-এর লেখা দোজ প্রাইসি ঠাকুর গার্লস-এর অবলম্বনে তৈরি। সিরিজে বাড়ির মালকিন মমতা ঠাকুর-এর চরিত্রে দেখা যাবে পুনমকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা