Entertainment

পুনম পাণ্ডেকে পাকড়াও করল পুলিশ

মডেল পুনম পাণ্ডেকে পাকড়াও করে থানায় নিয়ে গেল পুলিশ। শুধু পুনমই নয়, তাঁর সঙ্গীকেও পাকড়াও করে পুলিশ।

রাত তখন ৮টা ৫ মিনিট। গত রবিবার। লকডাউনের মুম্বইয়ের মেরিন ড্রাইভ তখন সুনসান। রাস্তায় প্রহরারত কেবল পুলিশ। কোনও গাড়ি গেলেই তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সেইসময় মেরিন ড্রাইভ ধরে প্রবল গতিতে ছুটে আসছিল একটি বিলাসবহুল গাড়ি। ফাঁকা রাস্তায় তার গতিও নেহাত কম ছিলনা। এভাবে একটি বিলাসবহুল গাড়িকে ছুটে আসতে দেখে তার পথ আটকায় পুলিশ।

লকডাউনে এভাবে গাড়ি নিয়ে কোন বিশেষ প্রয়োজনে আরোহীরা বার হয়েছেন জানতে চান পুলিশকর্মীরা। গাড়িতে ছিলেন মডেল পুনম পাণ্ডে ও তাঁর সঙ্গী স্যাম আহমদ বম্বে। লকডাউনে বিশেষ প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে বার হওয়া নিষেধ। সেখানে এভাবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ায় ২ জনকেই পুলিশ পাকড়াও করে ও তাঁদের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।


পুনম পাণ্ডে ও তাঁর বন্ধুর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এছাড়া ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর আওতাতেও মামলা রুজু হয়েছে। এসবের পর তাঁদের ছেড়ে দেয় পুলিশ। তবে বিলাসবহুল গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। সোশ্যাল সাইটে পুনম পাণ্ডে মাঝেমধ্যেই ঝড় তোলেন তাঁর উষ্ণ ফোটোশ্যুট দিয়ে। হালেই তাঁর পছন্দের পুতুলের সঙ্গে এমনই একটি ছবি পোস্ট করে হৈচৈ ফেলে দিয়েছেন পুনম পাণ্ডে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button