Entertainment

১০-এ বিয়ে, ২২-এ স্বামীর বিরুদ্ধে এফআইআর করলেন পুনম পাণ্ডে

বিয়ে করেছেন গত ১০ সেপ্টেম্বর। আর ২২ সেপ্টেম্বরই স্বামীর বিরুদ্ধে পুলিশে গেলেন অভিনেত্রী পুনম পাণ্ডে।

পানাজি : বিয়ের মেহেন্দির রং এখনও ফিকে হয়নি। নতুন সংসারও এখনও গুছিয়ে ওঠা হয়নি। তার আগেই কিনা স্বামীর বিরুদ্ধে এফআইআর! তাই হয়েছে বাস্তবে।

অনেক দিনের ভালবাসা। তারপর বিয়ে। বিয়ের পর একসঙ্গে বেশ কিছু ফোটো সোশ্যাল সাইটে আপলোড করেন পুনম ও তাঁর স্বামী। ২ জনেই যে একে অপরকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে খুশি তাও তাঁদের বক্তব্যে ফুটে ওঠে। সেই সুখের নব দাম্পত্যে চিড় ধরতে লাগল মাত্র ১২ দিন!


সাহসী অভিনেত্রী হিসাবে খ্যাত পুনম পাণ্ডে দক্ষিণ গোয়ার কানাকোনা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন স্বামী স্যামের বিরুদ্ধে। পুনমের অভিযোগ কিছু ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে মনমালিন্যকে সামনে রেখে তাঁর স্বামী তাঁকে মারধর করেছেন। চড় মেরেছেন।

ভারতীয় অভিনেত্রী তথা মডেল হিসাবে পুনম পাণ্ডের খ্যাতি রয়েছে। সিরিয়াল থেকে সিনেমা, সব মাধ্যমেই তিনি কাজ করেছেন। তবে জীবন শুরু মডেল হিসাবে। সাহসী মডেল হিসাবে তাঁর খ্যাতি রয়েছে।


২৯ বছরের এই অভিনেত্রী সাতপাকে বাঁধা পড়েন গত ১০ সেপ্টেম্বর। বিয়ে করেন তাঁর দীর্ঘদিনের বন্ধু স্যাম বম্বে-কে। তাঁদের বিয়ের ছবি পুনম পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। পুনমের ইন্সটাগ্রামে ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে স্যামও তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন।

পুনম পাণ্ডের সঙ্গে স্যাম বম্বের বন্ধুত্ব দীর্ঘদিনের। ২ জনের মধ্যে প্রেমের সম্পর্কের কথা অনেকেরই জানা ছিল। গত জুলাই মাসে পুনম ও স্যাম-এর বাগদান পর্ব সম্পূর্ণ হয়। বাকি ছিল বিয়ের অনুষ্ঠান। সেটা সম্পূর্ণ হয় ১০ সেপ্টেম্বর। শুরু হয় দাম্পত্য অধ্যায়।

পুনম পাণ্ডে বিয়ের পর একটি ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় তিনি ফুলের ডিজাইনের একটি লেহেঙ্গা পরে আছেন। বসে আছেন একটি চেয়ারে।

অন্যদিকে পাশে দাঁড়িয়ে আছেন স্যাম বম্বে। তাঁর পরনে শেরওয়ানি। রঙিন শেরওয়ানিতেও রয়েছে ফুলের ডিজাইন। ছবিটা যেভাবে তোলা হয়েছে তার মধ্যে একটা সনাতনি ধারা নজর কাড়ে।

পুনম তাঁর স্বামী স্যামকে উদ্দেশ্য করে লিখেছিলেন ৭ জন্ম তাঁর সঙ্গে কাটাতে চান তিনি। অন্যদিকে স্যাম লিখেছিলেন চিরদিনের জন্যই এই শুরু। এর ১২ দিনের মাথায় স্যামের বিরুদ্ধে পুলিশে এফআইআর করলেন পুনম।

প্রসঙ্গত স্যাম বম্বে পেশায় একজন চিত্র পরিচালক। অন্যদিকে পুনম পাণ্ডের পরিচিতি যথেষ্ট। তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার প্রচুর। তাঁর নিজের একটি সাইটও রয়েছে। সাহসী মডেল হিসাবে তিনি যথেষ্ট পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button