পোপ ফ্রান্সিস একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। যেখানে তিনি ভক্তদের মাথায় চুম্বন করেন। তারপর থেকেই সর্দিতে আক্রান্ত হন তিনি। অসুস্থ হয়ে পড়েন। এমনিতেই ভ্যাটিকান সিটি ইতালির রোমে। আর ইউরোপে সবচেয়ে বেশি করে করোনা সংক্রমণ ছড়িয়েছে ইতালিতেই। ফলে দুয়ে দুয়ে চার করে পোপের এই শারীরিক অবস্থা দেখে অনেকেই ধরে নিয়েছিলেন পোপ হয়তো করোনায় আক্রান্ত। এমন একটা আশঙ্কা সারা বিশ্ব জুড়েই ছড়ায়।
পোপ ফ্রান্সিসকে এমনভাবে অসুস্থ হতে দেখে জল্পনা শুরু হওয়া স্বাভাবিক ছিল। যেখানে ইতালিতে হু হু করে ছড়াচ্ছে করোনা। অসুস্থ পোপের রক্ত পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নিয়ে ইতালির একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তাতে দাবি করা হয় পোপ করোনা আক্রান্ত নন বলেই জানতে পারা গেছে। রিপোর্ট নেগেটিভ। যদিও ভ্যাটিকানের তরফে কিছু পরিস্কার করা হয়নি।
ইউরোপে ইতালিই এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি করোনা আতঙ্ক ছড়িয়েছে। গত সোমবার সেখানে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫২ ছাড়িয়েছে। প্রায় ২ হাজার মানুষের দেহে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। ফলে প্রশাসনও তৎপর। করোনা কিন্তু ইতালিতে হুহু করে ছড়াচ্ছে। চেষ্টা চলছে এই অবস্থাকে প্রতিরোধ করার। যদিও তার সুফল এখনও পরিলক্ষিত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা