বেদানার মানে গ্রেনেড হয়ে গেলে কি হতে পারে দেখা গেল রেস্তোরাঁয়
বেদানার মানে যদি গ্রেনেড হয়ে যায়, তাহলে একটি নিশ্চিন্ত রেস্তোরাঁয় যে কি কাণ্ডটা হতে পারে তা বাস্তবে দেখা গেল এবার।
স্বাস্থ্যকর, সুস্বাদু বেদানার জুস আচমকা গ্রেনেড হয়ে যেতেই হল যত বিপত্তি। বেদানা অবশ্য সত্যি করে গ্রেনেড হয়নি। ঘটনার শুরু ২ বিদেশি ভাষাকে সামনে রেখে। একটি রাশিয়ান এবং অন্যটি পর্তুগিজ। এক রাশিয়ান পর্যটক গিয়েছিলেন পর্তুগালে বেড়াতে। সেখানে একটি রেস্তোরাঁয় প্রবেশ করে তিনি বেদানার জুস চান।
ওয়েটারকে বেদানার জুস বোঝাতে তিনি পর্তুগিজ ভাষায় তর্জমা কি হবে তা জানার চেষ্টা করেন একটি অ্যাপ থেকে। গণ্ডগোলটা পাকায় ওই অ্যাপ।
ফলে পমিগ্রানেট হয়ে যায় গ্রেনেড। আর রাশিয়ান পর্যটকও কিছু না ভেবেই পমিগ্রানেট বা বেদানা বোঝাতে গিয়ে ওয়েটারকে গ্রেনেড দিতে বলেন।
ওয়েটার গ্রেনেড শুনে আঁতকে ওঠেন। দ্রুত রেস্তোরাঁ থেকে ফোন যায় পুলিশে। পুলিশ সময় নষ্ট না করে দ্রুত রেস্তোরাঁ ঘিরে ফেলে। তারপর ওই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলে। তাঁকে থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
তাঁর কাছে কোনও বোমা বা কিছু আছে কিনা পরীক্ষা করা হয়। তিনি কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য কিনা তাও খতিয়ে দেখার চেষ্টা হয়।
অবশেষে পুলিশ যখন বুঝতে পারে যে এটা নেহাতই ভাষার সমস্যা, তখন ওই পর্যটককে মুক্তি দেয়। কিন্তু তার মধ্যেই সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ে। পরে অবশ্য সংবাদমাধ্যমগুলি এই মজার ঘটনার কথাও প্রকাশ করে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এই ভাষা বিভ্রাটের কাহিনি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।