World

যাত্রীবাহী বিমানকে ৪ দিন ঠায় দাঁড় করিয়ে রাখল কয়েকটা ধেড়ে ইঁদুর

ব্যস্ত যাত্রীবাহী বিমান যে এভাবে দাঁড়িয়ে পড়তে পারে তা কেউ ভেবেছিলেন কি। কিন্তু সেটাই হল। আর তার জন্য দায়ী হল ধেড়ে ইঁদুর।

একটি বিমান বহু যাত্রী নিয়ে পাড়ি দিয়েছিল গন্তব্যে। গন্তব্যে পৌঁছেও গিয়েছিল। বিমান অবতরণের পর যেখানে জিনিসপত্র থাকে সেখান থেকে জিনিসপত্র নামাতে গিয়েই হল বিপত্তি। বিমানকর্মীরা দেখেন সেখানে তখন কার্যত হইহই করে খেলে বেড়াচ্ছে ১৩২টি ধেড়ে ইঁদুর।

এই ধেড়ে ইঁদুররা ছিল একটি বাক্সে বন্দি। যা একটি দোকানে যাওয়ার কথা ছিল। বিমানে আসার পর সেই ধেড়ে ইঁদুরগুলি সহ ওই বিমানেই আসা অনেক পাখির একসঙ্গে একটি পোষ্যের দোকানে যাওয়ার কথা ছিল।


কিন্তু বিমান যখন আকাশে তখন কোনও এক সময়ে কার্গোর মধ্যে বাক্স খুলে ওই ইঁদুররা বেরিয়ে পড়েছিল। ফলে বিমান অবতরণের পর সেখান থেকে মালপত্র নামাতে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় বিমানকর্মীদের।

ইঁদুরদের নিয়ে সবচেয়ে বড় সমস্যা হল তারা যে কোনও তার কেটে দিতে পারে। ফলে ১৩২টি ইঁদুর মিলে যে কোথায় কোন তার কেটে রেখেছে তা বলা কঠিন। তাদের এক এক করে পাকড়াও করাও ছিল এক অন্যতম কঠিন কাজ।


ঘটনাটি ঘটেছে পর্তুগালে। টিএপি এয়ার পর্তুগালের বিমান এয়ারবাস এ৩২০ লিসবন থেকে উড়ে অবতরণ করে পন্টা ডেলগাডা বিমানবন্দরে। সেখানে নামার পর বিষয়টি নজরে আসার পর আর কোনও ঝুঁকি নিতে পারেনি বিমান সংস্থা।

বিমানটিকে ওই বিমানবন্দরেই দাঁড় করিয়ে রাখা হয়। উড়তে দেওয়া হয়নি। ওইভাবে ৪ দিন টানা ঠায় দাঁড়িয়ে থাকে বিমানটি। পুরো বিমান খুঁটিয়ে পরীক্ষার পর অবশেষে ৪দিন পর ফের যাত্রী নিয়ে উড়তে পারে এ৩২০।

ধেড়ে ইঁদুরদের জন্য বিমান সংস্থাকে যেমন এর ফলে লোকসানের মুখে পড়তে হল, তেমনই ওই বিমানে টিকিট থাকা যাত্রীরাও পড়লেন মহা সমস্যায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button