শীতের রোদ গায়ে মেখে শান্তিনিকেতনে নিখাদ ছুটি কাটাতে বাঙালি সিদ্ধহস্ত। সুযোগ পেলে ছাড়ার প্রশ্নই উঠছে না। আর শীতে যখন শান্তিনিকেতনেই যাবেন তো পৌষমেলার দিনক্ষণ দেখেই যাওয়া ভাল। বাঙালির শীতের বেড়ানোর অন্যতম আকর্ষণ শান্তিনিকেতনের পৌষমেলার সূচনা হল শুক্রবার। শান্তিনিকেতনের দীর্ঘদিনের প্রচলন, পৌষ মাসের সপ্তম দিনে পৌষমেলার শুরু। সেই প্রথা মেনে ছাতিমতলায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এ বছরের পৌষ মেলা শুরু হল।
হল বটে তবে কিছুটা নিস্তেজভাবেই। মাত্র ৩ দিনের মেলা। আদালতের নির্দেশ। তার ওপর নোট বাতিলে মানুষের পকেটে টাকা নেই। ফলে মেলা এবার কতটা জমবে তা নিয়ে চিন্তিত বিক্রেতারা। তবে ভরসা একটাই। মেলার নাম পৌষমেলা। দেশ তো বটেই বিদেশিদের কাছেও এই মেলার আকর্ষণটাই অন্য। তাই সেকথা মাথায় রেখে যদি বিক্রি হয়ে যায় পসরার ডালি!