সময়টা ১৯৯৪ সাল। ওই বছর বিভিন্ন হলে মুক্তি পায় ‘হামসে হ্যায় মুকাবলা’ নামে একটি সিনেমা। সিনেমার গল্প নিয়ে কারও মাথাব্যথা না থাকলেও সিনেমাটা অচিরেই মানুষের পা দুলিয়ে দেয়। টেনে নিয়ে যায় হলের দিকে। আকর্ষণ একটি গান। ‘মুকালা, মুকাবলা’ গানটা তখন যেন মানুষের, বিশেষত তরুণ প্রজন্মের হার্টথ্রব হয়ে দাঁড়িয়েছিল। এআর রহমানের সুরে গানটি যেমন মানুষের মন জয় করে তেমনই সেই গানের সঙ্গে প্রভুদেবা-র নাচ। দক্ষিণী এই নৃত্যশিল্পীর রবারের মত শরীরী বিভঙ্গ হলে বসে বসে অনেকের পা নাচিয়ে দিয়েছিল। ২৬ বছর পর ফের ফিরতে চলেছে সেই গান। তাও সেই প্রভুদেবা-র হাত ধরেই।
প্রভুদেবা এখন সিনেমা পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত। তাঁর নতুন সিনেমা ‘স্ট্রিট ডান্সার ৩ডি’ নতুন বছরে প্রকাশ পাবে। সেই সিনেমাতেই থাকবে প্রভুদেবার চিরস্মরণীয় নাচ মুকালা, মুকাবলা। প্রভুদেবার সেই স্টেপ পর্যবেক্ষণ করে এবার গানটির সঙ্গে পা মেলাবেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। বলিউডের ২ নব্য প্রজন্মের তারকা। ২ জনেই বলেছেন, প্রভুদেবাকে যথাসম্ভব নকল করার চেষ্টা করেছেন তাঁরা।
‘স্ট্রিট ডান্সার ৩ডি’ সিনেমার প্রযোজনা করেছেন প্রভুদেবা। পরিচালক রেমো ডি’সুজা। রেমো স্বীকার করে নিয়েছেন, ছোটবেলা থেকে তিনি ছিলেন প্রভুদেবার মুকালা, মুকাবলা-র ভক্ত। তিনি এখনও ভাবতে পারছেন না যে তাঁর প্রভু স্যারের সেই বিখ্যাত গানকে তিনি এবার চিত্রায়িত করতে চলেছেন। নতুন বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘স্ট্রিট ডান্সার ৩ডি’। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা