করোনা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের
করোনা এবার থাবা বসাল প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের দেহে। তিনি নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন।
নয়াদিল্লি : মধ্যপ্রদেশ ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী করোনা পজিটিভ হয়েছেন। করোনা থাবা বসিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শরীরেও। একাধিক মন্ত্রী, বিধায়ক করোনা পজিটিভ হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হল দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম। তিনি নিজেই সোমবার তাঁর করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। ট্যুইট করে করোনা পজিটিভ হওয়ার কথা জানান তিনি। প্রণববাবু জানান তিনি শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে এসেছিলেন। সেখানে তাঁর করোনা পরীক্ষা হয়। তখনই জানা যায় তিনি করোনা পজিটিভ।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি যেহেতু করোনা পজিটিভ তাই গত এক সপ্তাহের মধ্যে যাঁরাই তাঁর সংস্পর্শ এসেছিলেন তাঁরা যেন নিজেদের আলাদা করে নেন। দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেন। প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি হওয়া ছাড়াও দেশের অর্থমন্ত্রীর পদ সামলেছেন একাধিকবার। তাঁকে এখনও কংগ্রেসের কৌটিল্য বলেই ধরে নেওয়া হয়। তাঁর বুদ্ধিমত্তা কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই কাজ করেছে। ফলে কংগ্রেসের তরফে এদিন এই খবর শোনার পরই একাধিক নেতা সোশ্যাল সাইটে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। রণদীপ সূরজেওয়ালা, মিলিন্দ দেওরার মত নেতা আরোগ্য কামনা করে পোস্ট করেন।
শুধু কংগ্রেস বলেই নয়, অন্যান্য দল থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল সাইটে মেসেজ আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর শোনার পরই প্রণব মুখোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা ব্যক্ত করেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। দ্রুত আরোগ্য কামনা করেন বিজেপির শাহনওয়াজ হুসেনও। লোক জনশক্তি পার্টি প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান ট্যুইট করে জানান, তিনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে শঙ্কিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন কেন্দ্রীয় মন্ত্রী।
ভারতে এখন প্রতিদিনই ৬০ হাজারের ওপর করোনা রোগী ধরা পড়ছেন। মৃত্যুও বাড়ছে। গত একদিনে হাজার পার করেছে মৃত্যু। কার্যত অনেকের মতে ভারত এখন করোনার সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় অনেকেই করোনায় কাবু হচ্ছেন। অনেকে জানতেও পারছেননা তিনি করোনা বাহক। সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতির এক কঠিন সময়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতির করোনা পজিটিভ হওয়ার খবরে অনেকেই চিন্তিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা