সংকটজনক প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সাড়া দিচ্ছেন না চিকিৎসায়
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক। বিকেলের বুলেটিনে এমনই জানাল হাসপাতাল।
নয়াদিল্লি : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সোমবার অস্ত্রোপচার হয়। মঙ্গলবার বিকেলে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সংকটজনক বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া না দেওয়ায় তাঁর অবস্থার অবনতি হচ্ছে বলেই মনে করছে হাসপাতাল। একে এই পরিস্থিতি, তারমধ্যে আবার তাঁর শরীরে রয়েছে করোনা। ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। সেইমত তাঁকে সেনা হাসপাতালে ভর্তি করা গত সোমবার দুপুরে। তারপরই তাঁর অন্যান্য পরীক্ষার সঙ্গে বর্তমান পরিস্থিতিতে করোনা পরীক্ষাও হয়। তাতে তাঁকে পজিটিভ পাওয়া যায়। একে মাথায় আঘাত রয়েছে। তারমধ্যে করোনা থাবা বসিয়েছে। এক জটিল পরিস্থিতিতে চিকিৎসকেরা দেখেন তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। আঘাতের ফলে এমনটা হয়েছে। দ্রুত অস্ত্রোপচার করতে হবে।
সময় নষ্ট না করে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমাট রক্ত বার করা হয়। কিন্তু অস্ত্রোপচারের ধকলে হোক বা অন্য কোনও কারণে তাঁকে ভেন্টিলেটরে রাখতে বাধ্য হন চিকিৎসকেরা। প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক বলেই জানানো হয়েছে। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি।
গত সোমবার ওই শারীরিক অবস্থাতেও প্রাক্তন রাষ্ট্রপতি ট্যুইট করে জানান তিনি অন্য কারণে হাসপাতালে এলেও তাঁর করোনা ধরা পড়েছে। তাই তিনি গত এক সপ্তাহের মধ্যে তাঁর সংস্পর্শে আসা সকলকে নিজেদের আলাদা করে নেওয়ার পরামর্শ দেন। পরামর্শ দেন করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার। এদিকে জানা যাচ্ছে প্রণববাবুর করোনা ধরা পড়লেও তাঁর পরিবারের অন্যদের পরীক্ষায় করোনা ধরা পড়েনি। সকলের নেগেটিভ এসেছে। প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে গত সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা