প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখন গভীর কোমায় আচ্ছন্ন। তাঁর শারীরিক অবস্থার গত রবিবার থেকে আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতালে।
নয়াদিল্লি : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়েছে। একটি মেডিক্যাল বুলেটিনে একথাই জানাল দিল্লির সেনা হাসপাতাল। যেখানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে গভীর কোমার আচ্ছন্ন অবস্থায় রয়েছেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে প্রণববাবুর ফুসফুসে যে সংক্রমণ ধরা পড়েছিল তার থেকে ‘সেপটিক শক’ তৈরি হয়েছে দেহে। ফলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ তাঁর পরিস্থিতির ওপর নজর রাখছেন। তাঁকে সুস্থ করার সবরকম চেষ্টা চলছে।
গত সপ্তাহেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর রেনাল প্যারামিটারে সামান্য অবনতি লক্ষ্য করা গিয়েছিল। প্রণববাবুকে পর্যবেক্ষণে রাখার জন্য চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছিল আগেই। সেই দল প্রণববাবুকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখছে। তাঁকে যখন গত ১০ অগাস্ট হাসপাতালে আনা হয়েছিল তখন তাঁর করোনাও ধরা পড়েছিল। তারপর ২১ দিন ধরে তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন। তাঁর পরিবারও উদ্বেগের মধ্যেই কাটাচ্ছে। কংগ্রেসের তরফ থেকেও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর চলছে।
গত ১০ অগাস্ট রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁর করোনাও ধরা পড়ে। এদিকে মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় দ্রুত তা বার করতে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচার ঠিকঠাক হলেও তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। সেখানেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। গভীর কোমায় আচ্ছন্ন তিনি। তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত ১০ অগাস্ট হাসপাতালে আনার পর তাঁর করোনা ধরা পড়ার পর কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি নিজেই জানান তিনি যেহেতু করোনা পজিটিভ তাই তার আগের এক সপ্তাহের মধ্যে যাঁরাই তাঁর সংস্পর্শ এসেছিলেন তাঁরা যেন নিজেদের আলাদা করে নেন। দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেন। প্রণব মুখোপাধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি হওয়া ছাড়াও দেশের অর্থমন্ত্রীর পদ সামলেছেন একাধিকবার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাঁকে এখনও কংগ্রেসের কৌটিল্য বলেই ধরে নেওয়া হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা